আত্মার আঞ্চলিক সভায় তামাক পণ্যে করহার বাড়ানোর আহবান
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৭, ৮:১২ অপরাহ্ণ
এন্টি টোব্যাকো মিডিয়া এ্যালায়েন্স (আত্মা)র আঞ্চলিক সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। সিলেটের বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা আলোচনায় অংশ নিয়ে আগামী বাজেটে তামাক পণ্যের উপর করহার বাড়ানোর আহবান জানান। বক্তারা বলেন, সব পণ্যের মূল্য বাড়লেও তামাকজাত পন্যের দাম সেই হারে বাড়ছেনা। ফলে ধূমপান বা তামাকজাত দ্রব্য সেবনে আসক্তরা সেবন থেকে বিরত থাকার নেতিবাচক প্রবনতা তৈরি হচ্ছেনা। রোববার নগরীর মাছিমপুরস্থ সীমান্তিক ভবনে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন। আত্মার মেম্বার সাংবাদিক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় আলোচনা সভায় বক্তারা আরো বলেন, তামাক নিয়ন্ত্রনে আইন থাকলেও বিড়ি, সিগারেট ও অন্যান্য তামাকজাত কোম্পানীগুলো অবাধে আইন লঙ্ঘন করে তাদের পণ্যের বিজ্ঞাপনী প্রচারনা চালাচ্ছে। অথচ সরকারের সংশ্লিষ্ট বিভাগ বেখেয়াল।
আলোচনা সভায় অংশ নিয়ে সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, তামাকজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুকি তৈরি করছে। নানান রোগের জন্ম দিচ্ছে এই তামাক। তাই সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। জানতে হবে তামাকের ভয়াবহতা সম্পর্কে।
আলোচনায় অংশ নেন দৈনিক উত্তরপূর্বের সহকারী বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম রোকন, দৈনিক মানব কন্ঠের ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার সুনিল সিংহ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার সালমান ফরিদ, সকালের খবরের স্টাফ রিপোর্টার দীপু সিদ্দিকী, কালের কন্ঠের জকিগঞ্জ প্রতিনিধি আল মামুন, দৈনিক ভোরের কাগজের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, দৈনিক ভোরের ডাকের স্টাফ রিপোর্টার আবুল হোসেন সবুজ। বিজ্ঞপ্তি