বিশ্ব টিকাদান সপ্তাহ-১৭ উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৭, ৫:০৪ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বিশ্ব টিকাদান সপ্তাহ-২০১৭ উদ্যাপন ইপিআই কর্মসূচিতে সকল শিশুর পূর্ণ টিকা প্রাপ্তি নিশ্চিত করণের উপলক্ষে জেলা এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে এই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
‘টিকা শিশুর জীবন বাঁচায়’ বিশ্ব টিকাদান সপ্তাহের এই প্রতিপাদ্য বিষয়ে সভায় সিলেট সিভিল সার্জন ডা. আবুল কামাল আজাদের সভাপতিত্বে ও ডা. আহমদ সিরাজুল মুনীর রাহিলের উপস্থাপনায় বক্তব্য রাখেন- প্রাইভেট মেডিকেল হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম, এইচওইউ ডা. সালেকুজ্জামান সেলিম,(ডঐঙ) ডা. আজাদ রহমান প্রমুখ।