পবিত্র শবে মিরাজ উপলক্ষে সিসিকের মিলাদ ও দোয়া
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৭, ৬:০৬ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: পবিত্র শবে মিরাজ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে আজ বুধবার বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামূল হাবীব, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নিবার্হী প্রকৌশলী আলী আকবর, হিসাব রক্ষন কর্মকর্তা আ ন ম মনসুফ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ রাজিক মিয়া, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর রকিবুল ইসলাম (ঝলক), কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর মোঃ আব্দুর রকিব তুহিন, সংরক্ষিত আসনের শামীমা স্বাধীন, সিটি কর্পোরেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শামছুল ইসলাম আল-হাদী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনে কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো: শাহ আলম।