রোটারী মেট্রোপলিটন ক্লাব-এর রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৭, ৬:১৮ অপরাহ্ণ
রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর শহীদ আহমদ চৌধুরী বলেছেন, রক্ত দেওয়ার মাধ্যমেই মানবতার সেবা করা হয়। একজনকে রুগীকে রক্ত দেওয়ার মানে তার জীবন বাঁচাতে সহায়তা করা। তাই রোটারিয়ানদেরকে মানবতার সেবায় অবদান রাখতে মানুষকে বেশি করে রক্ত দানে উৎসাহিত করতে হবে।
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন, সিলেট-এর উদ্যোগে মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটে রক্তদান কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন, সিলেট-এর সভাপতি রোটারিয়ান ইয়াকুতুল গণি ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর রোটারিয়ান পিপি এম. নুরুল হক সোহেল, এসিস্ট্যান্ট গভর্নর পিপি ফেরদৌস আলম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট-এর সেক্রেটারী রোটারিয়ান আব্দুর রহমান জামিল।
ক্লাবের সেক্রেটারী রোটারিয়ান রেহান উদ্দিন রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান মো. কবির উদ্দিন, রোটারিয়ান পিপি কাজী হেলাল, আইপিপি মো. আজিজুর রহমান, রোটারিয়ান তৌফিক বকস লিপন, রোটারিয়ান আবু সুফিয়ান, রোটারিয়ান আহসান আহমদ খান, রোটারিয়ান ইকবাল হোসেন, রোটারিয়ান সাইফুর রহমান খোকন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান সুহাদ রব চৌধুরী, রোটারিয়ান রাসেল মাহবুব, রোটারিয়ান আবুল হোসেন, রোটারিয়ান নিজাম উদ্দিন, রোটারিয়ান ফয়সল হোসাইন, রোটারিয়ান এনাম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বেচ্ছায় অর্ধশতাধিক ব্লাড ডোনেইট এবং শতাধিক ব্লাড গ্রুপিং করা হয়।