বিয়ানীবাজার পৌর নির্বাচনের দুই কেন্দ্রের ফলাফল
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৭, ৭:০০ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে দুই কেন্দ্রের বেসরকারী ফলাফলে মেয়র পদে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী মো. তফজ্জুল হোসেন (জগ)। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও খাসারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র মিলিয়ে তিনি পেয়েছেন ৯০৪ ভোট।
এই দুটি কেন্দ্র মিলিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা মার্কা নিয়ে আব্দুস শুকুর পেয়েছেন ৫৬০ ভোট, বিএনপি মনোনিত প্রার্থী ধানের শীষ মার্কা নিয়ে আবু নাসের পিন্টু পেয়েছেন ৫১৫ ভোট, মশাল মার্কা নিয়ে মো. শমশের আলম পেয়েছেন ৫ ভোট এবং নারিকেল মার্কা নিয়ে বদরুল হক পেয়েছেন ৩ ভোট, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব মোবাইল মার্কা নিয়ে পেয়েছেন ২০২ ভোট।
বিয়ানীবাজার পৌরসভায় ১০ টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। বাকি কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে। এর মধ্যে কসবা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভোট স্থগিত বাতিল করা হয়েছে।