জেলা পরিষদের ওসমানীনগর ওয়ার্ডে আশিক বিজয়ী
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৭, ৭:৩১ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের নির্বাচনে ওসমানীনগর (৮নং ওয়ার্ড) ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ওসমানীনগর উপজেলা যুবসংহতির সভাপতি মো. আশিক মিয়া।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি অটোরিকশা প্রতীক নিয়ে সর্বোচ্চ ৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পূরকায়স্থ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ ভোট। নির্বাচনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। গত বছরের ২৮ ডিসেম্বর সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলে মনোনয়ন বাতিল হওয়া সদস্য প্রার্থী সৈয়দ এনামুল হক উচ্চ আদালতে রিট পিটিশন (নং ১৫৮১০/২০১৬) দায়ের করে রুল এবং অন্তবর্তীকালীন আদেশ লাভ করলে নির্বাচন কমিশন ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচনে স্থগিতাদেশ জারি করে। শেষ পর্যন্ত এই প্রার্থীর মনোনয়ন বৈধতা পেলেও নির্বাচনে মাত্র ১৫ ভোট পেয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার তাজপুর মঙ্গল চন্ডী নিশি কান্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হয়। ১০৪ ভোটারের মধ্যে ১০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আশিক মিয়া ৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।