বিয়ানীবাজারের কসবা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত, যুবতি আটক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৭, ৭:৩৫ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কসবা সরকারি আদর্শ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ৩টা থেকে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এসময় কেন্দ্র থেকে জালভোট দেওয়ার অপরাধে সাকী বেগম (২২) এক যুবতিকে আটক করা হয়।
তার ভোটার স্লিপের নম্বরের সাথে নিজের ভোটার আইডিকার্ডের নাম ও নম্বরের মিল না থাকায় ভ্রাম্যমান আদালত সাকী বেগমকে আটক করেন।
এর আগে সকাল থেকেই এ কেন্দ্রে প্রচুর জালভোট পড়ছে বলে অভিযোগ করছিলেন অন্তত ৩ মেয়র প্রার্থী।
কেন্দ্রেটির প্রিজাইডিং অফিসার মাসুম মিয়া ভোটগ্রহণ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।