সমাজের সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে: ছাত্রসমাজ
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৭, ৬:৫৪ অপরাহ্ণ
সমাজের সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অন্যথায় সমাজ ও রাষ্ট্রে শান্তি ফিরে আসবে না। সম্প্রতি কলেজ-বিশ^বিদ্যালয়ে ইসলামী শিক্ষা না থাকায় ছাত্ররা দিশেহারা হয়ে ইসলাম ও দেশবিরোধী জঙ্গী তৎপরতায় লিপ্ত রয়েছে। সন্তানের হাতে পিতা-মাতা হত্যার মত ঘটনা ঘটছে অহরহ। তাই এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের চিন্তা-চেতনার প্রতিফলণ ঘটাতে দরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা। গ্রীক দেবির মূর্তি স্থাপন করে দেশের তওহীদি জনতার মনে আঘাত করা হচ্ছে। কিছু নাস্তিকরা এদেশে বিদেশ থেকে ইসলাম বিরোধী সংস্কৃতি আমদানী করে দেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করছে। এসব অনৈসলামিক ও ঈমান-আক্বিদা বিরোধী সকল অপশক্তির মুখে লাথি মেরে এ দেশে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি পূনঃপ্রতিষ্ঠা করার জন্য ছাত্রসমাজের নেতা-কর্মীদের জীবন বাজী রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের আকাবীর-আসলাফদের মত নিজেকে অকাতরে বিলিয়ে দিতে হবে।
বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের উদ্যোগে মাওলানা আতহার আলী (রহ.) মিলনায়তনে দাওরা হাদিস উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের মহাসচিব হাফেজ মুহাম্মাদ নুরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওঃ আবদুর রশিদ মজুমদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ক.ম আশরাফুল, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতী আবদুল কাইয়ুম, সহকারী মহাসচিব মোঃ ওবায়দুল হক, ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদক জি এম মাহমুদ, যাত্রাবাড়ী থানার সভাপতি মোঃ মাকসুদুর রহমান, ওয়ারী থানা সভাপতি হাফেজ মোঃ তারেক জামিল, যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান নোমান, সহ-সভাপতি হাফেজ মোঃ ওবায়দুল্লাহ, হুজাইফা আল মাহদীসহ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।