সার্ক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: বিশিষ্ট শিক্ষাবিদ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, লেখাপড়ার একমাত্র ও প্রধান উদ্দেশ্য ভাল মানুষ হওয়া, মনুষ্যত্ব অর্জন করা,বিনয়ী হওয়া। যার মধ্যে এগুলো নেই তার লেখাপড়া বৃথা। অাচরণগত পরিবর্তনই লেখাপড়ার উদ্দেশ্য। লেখাপড়া শুধু পাঠপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলেন, খেলাধূলা শুধু নামমাত্র কোন বিষয় নয়, এটা দেহ মন সতেজ রাখে। মানুষকে ভাল রাখে, সুস্থ রাখে।
তিনি বুহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সার্ক ইন্টারনাশনাল কলেজ বাংলাদেশ-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
সার্ক কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ মহি উদ্দিন ফারুকের সভাপতিত্ত্বে ও সার্কের প্রভাষক রাজিব পালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি মুহিত চৌধুরী।
মুহিত চৌধুরী তাঁর বক্তব্য বলেন, নগরীর সার্ক কলেজ সত্যিকার অর্থেই মানস্মত শিক্ষা নিশ্চিত করেছে। বিদেশী শিক্ষা মাধ্যমের মতো এ শিক্ষা প্রতিষ্ঠানে সৃজনশীলতার চর্চা রয়েছে। এ কলেজ অচিরেই সিলেটের একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রভাষক সাইফুর রহমান খোকন, মার্কেটিং এক্সিকিউটিভ জাকির হোসেন, প্রভাষক সবল কুমার তালুকদার, প্রভাষক সাব্বির অাহমদ, মিডিয়া কো অর্ডিনেটর তাওহীদুল ইসলাম প্রমুখ। সভায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার, বিজ্ঞান মেলার পুরস্কার, পিঠা উৎসবের পুরস্কার বিতরণ ও স্কুল ও কলেজের ক্যাপ্টিন নির্বাচিত করা হয়।