বিশ্ব টিকাদান সচেতনতা সপ্তাহ উপলক্ষে সিসিকের এডভোকেসি সভা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৭, ৬:২৪ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বিশ্ব টিকাদান সচেতনতা সপ্তাহ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এ সপ্তাহটি পালনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
এতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর সান্তুনু দত্ত সন্তু, সংরক্ষিত আসনের কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, সংরক্ষিত আসনের এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, ডা: আব্দুল জলিল মন্ডল, ডা: মো: আজাদ রহমান, ডা: মো: সালেকুজ্জামান সেলিম, সিটি কর্পোরেশনের এস আই ভূপাল রঞ্জন চন্দ্র্র, বাসন্তি চক্রবতী, নার্গিস আক্তার প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিব আহমদ, গীতা পাঠ করেন যতীশ চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন তানজিনা ইয়াসমিন রতœা।
সভায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের মাঝে টিকাদান সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। সমাজে টিকার ব্যাপক চাহিদা রয়েছে। সকল পর্যায়ে টিকাদান কভারেজ বাড়ানোর উদ্দেশ্য বিশ্ব টিকাদান সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে। টিকাদান কর্মসূচি থেকে বাদপড়া শিশু সনাক্ত করে তাদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। তিনি জানান আগামী ২৯ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনিবার্য কারন বসত বাতিল করা হয়েছে। যা পরবর্তী ১৩ মে থেকে ২৭ মে পর্যন্ত ২ সপ্তাহ ব্যাপী চলবে। হাম- রুবেলা টিকাদান সেবা পেতে শিশু ও নারীদের টিকাদান কেন্দ্রে উপস্থিতি থাকার আহবান জানান।