কানাইঘাটে ন্যায্য মূল্যের ৬ বস্তা চাল সহ ২টি সিএনজি জনতার হাতে আটক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৭, ৭:১৬ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ১০ টাকা মূল্যের ওএমএস এর চাল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা ৬ বস্তা চালসহ বহনকারী ২ টি সিএনজি গাড়ীকে আটক করেন। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, কানাইঘাট রাজাগঞ্জ ইউপির সরকারী ন্যায্য মূল্যের চাল ওএমএস এর ডিলার সাবেক ইউপি সদস্য শায়েস্তা মিয়া ও তার ছুট ভাই আসফাক উদ্দিন ৬ বস্থা চাল তাদের বিক্রয় কেন্দ্র থেকে গত মঙ্গল রাত অনুমানিক সাড়ে ১১ টায় অন্যত্র বিক্রির জন্য ২ টি সিএনজি যোগে নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা বিষয়টি জেনে মির্জাগড় ঈদগাহ সংলগ্ন স্থানে ওএমএস এর চাল আটকের চেষ্টা করেন। এসময় স্থানীয় লোক জনের দাওয়া খেয়ে ওএমএস ডিলার শায়েস্তা মিয়া ও তার ভাই আসফাক উদ্দিন চালবাহী ২টি সিএনজি গাড়ী রাস্থায় রেখে পালিয়ে যায়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের এসআই জাহাঙ্গীর, এএসআই মান্নান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় উৎসুক জনতার উপস্থিতিতে ওএমএস এর ৬ বস্তা চাল জব্দসহ বহন কারী ২টি সিএনজি গাড়ী আটক করে থানায় নিয়ে আসেন কানাইঘাট থানার এসআই জাহাঙ্গীর আলম ওএমএস’র চাল আটকের বিষয়টি স্বীকার করে বলেছেন, এব্যাপারে ওএমএস ডিলার শায়েস্তা মিয়া সহ জড়িতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এঘটনার পর থেকে ওএমএস ডিলার শায়েস্তা মিয়া পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।