সিসিক’র অন্তর্গত শহর প্রতিরক্ষা বাহিনী ভিডিপি প্লাটুনের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৭, ৭:২০ অপরাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশনের শহর প্রতিরক্ষা বাহিনী নগর প্লাটুনের প্রশিক্ষণে আলোচনা সভা ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টায় গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এসএম এনামূল হকের সভাপতিত্বে ও শহর প্রতিরক্ষা বাহিনীর ২৪নং ওয়ার্ডের দলনেতা ইমতিয়াজ রহমান ইনুর পরিচালনায় আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ। গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম, ইউনিয়ন দলনেতা মতিউর রহমান টিপু, সাজু আহমদ, আনোয়ার আহমদ, সৈয়দা ফাইজা খাতুন, লেখিকা তাজিনা জামাল শুকরিয়া, মৌরিন আক্তার রুমি, লেখিকা তারিন জান্নাত তানিয়া, ফয়ছল আহমদ, হৃদয় আহমদ, মান্নি বেগম, জমিলা বেগম প্রমূখ।