‘হাওর অঞ্চলে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা-গাফলতি দায় পানি সম্পদ মন্ত্রী এড়াতে পারেন না’
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০১৭, ৭:৩০ অপরাহ্ণ
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেট, স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা: অরুন কুমার দেব এক যুক্ত বিবৃতিতে বলেন, চৈত্র মাসে ঝড়-বৃষ্টি ও পাহাড়ী ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ সহ গোটা হাওর অঞ্চলের হাজার হাজার হেক্টর ফসলী জমি পানিতে তলিয়ে যায়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, এতে হাজার হাজার কৃষকদের কান্না ও আহাজারিতে হাওর অঞ্চলের আকাশ-বাতাস আজ ভারী হয়ে উঠেছে। প্রথমেই অত্র সংগঠন ২-৪-২০১৭ ইং তারিখে এই মহাক্ষতিগ্রস্থ কৃষকদের ব্যাপারে হাওর পারের ময়নমনি ও গৌরবময় সন্তান মহামান্য রাষ্ট্রপতিকে বিশেষ উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছিল। সৃষ্টিকর্তার অশেষ রহমতে মহামান্য রাষ্ট্রপতি ক্ষতিগ্রস্থ কৃষকদের দুঃখ-দুর্দশা দেখতে সুনামগঞ্জের হাওর অঞ্চল সফর করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজ সুনামগঞ্জের হাওর অঞ্চলে পরিদর্শনে আসবেন। এ থেকে প্রতীয়মান হয়, হাওরবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে বর্তমান সরকারের আন্তরিকতার কমতি নেই। সরকার ইতিমধ্যে এই মহাক্ষতিগ্রস্থ কৃষকদের ব্যাপারে প্রয়োজনীয় যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সঠিকভাবে বাস্তবায়ন হলে হাওরবাসী এর সুফল ভোগ করতে পারবে। হাওর অঞ্চলের এই ক্ষতিগ্রস্থ কৃষকদের ফসলী জমি পানিতে তলিয়ে যাওয়ার কারণ হিসাবে প্রকাশ পেয়েছে বাঁধ নির্মাণে দুর্নীতি, অব্যবস্থাপনা ও গাফলতিই এর জন্য দায়ী। অন্যদিকে হাওরের অধিদপ্তরের কর্মকর্তারা হাওরের দেশে সফর না করে বরফের দেশে অষ্ট্রেলিয়ায় সফর করছেন, যা অত্যন্ত দুঃখজনক। মোট কথা হাওর অঞ্চলের অব্যবস্থাপনা দুর্নীতি ও গাফলতির দায় পানি সম্পদ মন্ত্রী কোন মতেই এড়াতে পারেন না। নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ হাওর অঞ্চল সফরের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ব্যাপারে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্মকর্তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা জোর দাবী জানিয়ে বলেন, দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে খুব শীঘ্রই তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক এ্যাকশন দেশবাসী দেখতে চায়।