নূপুর সংগীতালয়ের পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৭, ৮:০৯ অপরাহ্ণ
বাংলাদেশের আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, শিল্পীদের মেধার বিকাশ ঘটাতে প্রতিযোগিতার বিকল্প নেই। সংগীত প্রতিযোগিতামুলক অনুষ্ঠানের মাধ্যমে ভালো শিল্পী বের হয়ে আসে। নূপুর সংগীতালয় র্দীঘদিন ধরে সুপ্ত প্রতিভা বিকাশ ঘটাতে সংগীত তারকা প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। এর মাধ্যমে ভালো শিল্পী তৈরী হচ্ছে। যা সত্যই প্রশংসার দাবীদার।
তিনি গত ২৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ৭ম নূপুর সংগীত তারকা প্রতিযোগিতা ২০১৭ এর নির্বাচিত তারকাদের মধ্যে পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বরেণ্য সংগীতজ্ঞ ওস্তাদ হোসেইন আলী প্রতিষ্ঠিত সিলেট নূপুর সংগীতালয়ের আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীতালয়ের সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট। সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগীতালয়ের পরিচালক কণ্ঠশিল্পী তুহিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, ইমেগ্রেশন কনসালট্যান্ট সমাজসেবী রোটারিয়ান ড. আর.কে ধর, মানবাধিকার ব্যক্তিত্ব মোঃ দেলোয়ার হোসেন খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার সিংহ ও রঞ্জন সিনহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত শিক্ষিকা ও বেতার শিল্পী লাভলী রায় ইতি, ডি.কে ধিরজীত সিংহ, গীতিকবি ও সুরকার বাহাউদ্দিন বাহার ও এম.এ কাশেম প্রমুখ।
প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ নির্বাচিত সংগীত তারকাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পরে তারকদের পরিবেশনায় এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি