লিডিং ই্উনিভার্সিটির লাইব্রেরিতে বই উপহার দিলেন মুহিত চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৭, ১:১৫ অপরাহ্ণ
দৈনিক সিলেট ডটকম : সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি, উপ্যনাসিক মুহিত চৌধুরী দানবীর ড. রাগীব আলী প্রতিষ্ঠিত সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরিতে তাঁর জনপ্রিয় উপন্যাস ‘এই ঘর এই মন’ এবং ‘বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা’ নামক দুটি বই উপহার দিয়েছেন।মঙ্গলবার সকালে ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী বই দু’টি গ্রহণ করেন।
এসময় ভিসি বলেন, সিলেটের শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতায় দানবীর ড. রাগীব আলীর অসামান্য অবদান রয়েছেন। লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরিতে দেশ-বিদেশের স্বনামধন্য লেখকদের পাশাপাশি সিলেটী লেখকদের বইও সংরক্ষণ করা হয়, যাতে করে সিলেটের সাহিত্য সম্পর্কেও শিক্ষার্থীরা ধারণা নিতে পারে।