মে দিবসে সিলেটে রিকশাচালকদের সম্মাননা দিল ‘জানালা’
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৭, ৪:৪৮ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: ‘শুধু পারিশ্রমিক নয়, শ্রমিকদের কাজের স্বীকৃতি-সম্মান প্রদর্শনও দরকার’ এমন চেতনাবোধ থেকে সিলেটে রিকশাচালকদের সম্মাননা জানিয়েছে তরুণদের সংগঠন ‘জানালা ফাউন্ডেশন’। তাদের এমন আয়োজনে আবেগে-উচ্ছ্বাসে উদ্বেল হয়েছেন রিকশাচালকরা। সোমবার নগরীর নাইওরপুলস্থ ব্লেস এডুকেশনে তাদের সম্মাননা দেওয়া হয়। ঝড়-বৃষ্টি থেকে নিজেদের নিরাপদ রাখতে অনুষ্ঠানে অর্ধশতাধিক রিকশা চালককে দেওয়া হয় রেইনকোট।
জানালা’র স্বেচ্ছাসেবক ফারদায়েক আহমদ ও প্রেসিডেন্ট ইফতি সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি নর্থ ফয়সল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম নবেল, সাংবাদিক নোমান বিন আরমান, সমাজসেবী সিদ্দিকুর রহমান ও ব্লেস এডুকেশনের ম্যানেজিং ডিরেক্টর সামিদ সোয়াদ।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সল মাহমুদ বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের চেয়ে শ্রমিকরা বেশি মর্যাদাবান। শ্রমিকরা দেশ ও দশের কল্যাণে কাজ করেন। দুর্নীতিবাজরা সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করেন। হাদিসের ভাষ্যে শ্রমিকদের আল্লাহর বন্ধু আখ্যায়িত করে তিনি বলেন, আপনা সতভাবে জীবিকা নির্বাহ করছেন। সৎ ও সুন্দর পথে তা ব্যয় করবেন। শ্রম আর ঘামের অর্থে অনাচারা, পাপাচার না করতে বিশেষত ধূমপান থেকে বিরত থাকতে সকলকে তিনি উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে ৬৮ জন রিকশাচালককে রেইনকোট প্রদান করার আগে সমাপনী বক্তব্যে ইফতি সিদ্দিকী বলেন, ‘দয়া প্রদর্শনের জন্যে তারা এই রেইনকোট দিচ্ছিন না। রিকশা চালকরা রোদ-বৃষ্টি-শীতে ও ঝড়-তুফানেও জীবনের ঝুঁকিয়ে সাধারণ মানুষদের গন্তব্যে পৌঁছে দিয়ে যে অসামান্য উপকার করেন, তার স্বীকৃতি ও সাম্মান জানাতেই তাদের এই আয়োজন। এমন আয়োজন তারা আগামিতে অব্যাহত রাখবেন, অন্যরাও তাতে উদ্বুদ্ধ হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।