সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের র্যালী সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৭, ৫:২০ অপরাহ্ণ
দৈনিক সিলেট ডটকম : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শ্রমিকদের হাড় ভাঙ্গা পরিশ্রমের ফলেই সভ্যতা গড়ে উঠেছে। তাদের পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল হয়। এত পরিশ্রম করেও শ্রমিকরা আজ সবচেয়ে বেশী অবহেলিত, নির্যাতিত অধিকার বঞ্চিত। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী শক্তি সব সময়ই শ্রমিকদের অধিকার রক্ষায় স্বোচ্চার ও অঙ্গিকারাবদ্ধ ছিল আছে এবং থাকবে।
তিনি সোমবার মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট জেলা ও মহানগর আয়োজিত র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। র্যালীটি নগরীর বন্দরবাজার মধুবন মার্কেটের সামন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন শেষে রেজিষ্টারী মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
মহানগর শ্রমিক দলের সভাপতি হাজী আলকাছ মিয়ার সভাপতিত্বে র্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি সাধারন সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী ও ইউনুছ মিয়া।
র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ও মহানগর শ্রমিকদল নেতা আব্দুর রহমান, সৈয়দ সামছুল হক, আফতাব আহমদ, নুরুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুর রহিম, খোকন ইসলাম, শফিকুল ইসলাম, ফয়ছল আহমদ টিপু, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম বাবু, নুরুল ইসলাম বাবু, আবুল হোসেন মেম্বার, রুহুল আমীন রুবেল, জামাল আহমদ, আলা উদ্দিন সওদাগর, রুকনুজ্জামান রুকন, ফয়সল আহমদ, আব্দুর রহিম, মাসুক মিয়া, আবু হোসেন, তায়েস মিয়া, আলীসা সালমা, আলী খান, আমিনা বেগম, রতœা বেগম, সুবেরা বেগম, রুকিমা আক্তার, আবু হানিফ আব্দুল্লাহ, অনি আহমদ, আওলাদ হোসেন, আছকর আলী, তৈয়বুর রহমান, সমরাজ মিয়া, ছুয়াব আলী, সুভা মিয়া, গৌছ মিয়া, রফিক মিয়া, আব্দুস সালাম, জাকির হোসেন, নজরুল ইসলাম, আবুল কাশেম, রাজু আহমদ, সিতার আহমদ মুন্না, মকবুল হোসেন, কবির মিয়া, আছকর আলী, ইসমাইল হোসেন, চান মিয়া, বদরুল ইসলাম, অলি আহমদ, আতিকুল ইসলাম, রহমত আলী, লোকমান আহমদ, আব্দুর রহিম, আশরাফুল ইসলাম, ছিদ্দিকুর রহমান, আবু সহিদ, ফয়জুলুর হক, আবু সাঈদ, আমজাদ হোসেন, আবুল কাশেম, নুরুল ইসলাম, আকমল আলী, বিধান চক্রবর্তী, জগদিশ চন্দ্র দাস, শ্যামল কুমার মালাকার, এনামুল হক প্রমুখ।