কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভা
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৭, ৫:২৯ অপরাহ্ণ
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট-২২৬৩) এর উদ্যোগে গত ১ মে সোমবার উপজেলা পরিষদের মাঠে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি আব্দুল বাছির এর সভাপতি ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল লাইছ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আলী আমজদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- আফতাব আলী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার- ডাঃ আব্দুন নুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ জাবেদ, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, ফয়ছল আহমদ বাদশা, মাসুক মিয়া, নূরুল ইসলাম, রোমান আহমদ, বাবুল মিয়া, মানিক মিয়া, হেলাল আহমদ, আল আমীন হোসেন, আব্দুল কাদির বতাই মিয়া, বাদশা মিয়া মেম্বার, হাতেম আলী প্রমুখ।
মহান মে দিবসের কর্মসূচির অংশ হিসেবে কাম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন উদ্যোগে এক বিশাল র্যালী ও পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি