শ্রমিকলীগ সিলেট জেলা শাখার মহান মে দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৭, ৬:৩৪ অপরাহ্ণ
মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকালে অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে। সকাল ১০ ঘটিকার সময় শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শ্রম র্যালীতে অংশ গ্রহণ করেন। বিকাল ৩ ঘটিকার সময় জেলা পরিষদ হতে একটি বিরাট র্যালী নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দান ও অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আসাদ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ভূইয়া, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি জমশেদ বক্ত মনন, সহ-সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপদেষ্টা আউয়াল হোসেন, উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সম্পাদক নূর-এ আলম, সহ-সম্পাদক ও রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহীদ আহমেদ, জেলা সিনিয়র সদস্য বিধু ভূষন চক্রবর্তী, রুস্তম খান, নাজিম খান, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোফাক্কারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সোনালী ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, জনতা ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, অগ্রণী ব্যাংক সিবিএ এর সভাপতি বখতিয়ার আহমেদ, কৃষি ব্যাংক সিবিএ নেতা শানুর আলী, আছকির মিয়া ও অপূর্বকান্তি দাস, বিআরটিসি সিবিএ এর সভাপতি শমসের আলী, সম্পাদক সোহেল মিয়া, পানি উন্নয়ন বোর্ড সিবিএ এর সভাপতি মো: রেহান, সাধারণ সম্পাদক কবির আহমেদ, ট্রাক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: হামিদ মিয়া, জেলা হকার্স লীগের সাধারণ সম্পাদক রাজ উদ্দিন রাজন, মহানগর হোটেল-রেস্তোরা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, সাধারণ সম্পাদক আবু সাঈদ, জেলা যুব শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান সেনাম, রাজীব খান, সদর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ডা: শেখ রেজাউল করিম প্রমুখ।