অকাল বন্যায় ফসলহারা ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ান: আশফাক
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৭, ৭:৫২ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে গত ১ মে সোমবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগের ৩৯টি উপজেলায় অকাল বন্যার ফসলহানি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও দুর্গতদের সহায়তা বিষয়ক এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ এর সভাপতিত্বে এবং এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, এসোসিয়শনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, বিশম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকীম চৌধুরী, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, শাল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সিলেট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জৈন উদ্দিন, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দেক আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহান হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, বিশ্বনাথ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, বালাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, সিলেট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা বেগম, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, ধর্মপাশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেকুন নাহার শিল্পী সহ সিলেট বিভাগের ৩৯টি উপজেলার সম্মানিত জনপ্রতনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা সিলেট মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, দূর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান, সচিববৃন্দ, বিভিন্ন অধিদফতরের মহাপরিচালকবৃন্দ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানানো হয়।
সভায় সিলেট বিভাগের ৩৯টি উপজেলার সম্মানিত চেয়ারম্যানবৃন্দ সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত দাবিগুলি উত্থাপন করেন ঃ
সিলেট বিভাগের ৩৯টি উপজেলার সকল ইউনিয়নে খাদ্য সহায়তা আরো বাড়ানো। সিলেট বিভাগের সকল ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক ওএমএস ডিলার নিয়োগ। আগামী বৈশাখ মাস পর্যন্ত সিলেট বিভাগের সকল ইউনিয়নে ফেয়ার প্রাইস চালু রাখা। হাওর এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা। হাওর ও বিলের পাড়ের গ্রাম সমূহে ফ্ল্যাডসেল্টার স্কুল নির্মাণ করা অতিব জরুরী। সিলেট বিভাগের সকল স্বাস্থ্য ক্লিনিকে শূন্য পদে দ্রুত ডাক্তার নিয়োগ। যোগাযোগ সহ সিলেট বিভাগের সকল সড়ক ও মহাসড়ক চলাচল উপযাগী করা। সিলেট বিভাগের শিক্ষার হার বৃদ্ধির জন্যে বিশেষ প্রকল্প চালু করা। বিশেষত: স্থানীয় সরকারকে শক্তিশালী করতে উপজেলা পরিষদের নিকট সকল উন্নয়ন কার্যক্রম সহ সকল বিভাগকেও ন্যাস্ত করা। সকল ভরাটকৃত বিল ও নদীকে ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় আনা। সিলেট বিভাগের সকল কৃষক ও কৃষি শ্রমিকদের সহায়তার লক্ষ্যে সার্বিক খাদ্য সহায়তা ও প্রনোদনা প্রদান এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিভাগীয় পর্যবেক্ষণ মূল্যায়ন কমিটি গঠন করার দাবী জানান। বিজ্ঞপ্তি