সিলেট পশ্চিম জেলা তালামীযের অভিষেক সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৭, ৮:৩৬ অপরাহ্ণ
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখা ২০১৭-১৮ সেশনের অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি ফয়েজ আহমদ তাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হুমায়ূন রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, প্রচার সম্পাদক শাকির আহমদ চৌধুরী, সহ অফিস সম্পাদক মো. আলা উদ্দিন পাশা, ছালেহ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসাইন, প্রমুখ। এছাড়াও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল আহমদ।