ইলিয়াস আলী শিকড় সন্ধানী লেখক গবেষক: প্রফেসর নন্দলাল শর্মা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:বিশিষ্ট গবেষক লেখক প্রফেসর নন্দলাল শর্মা বলেছেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী মোহাম্মদ ইলিয়াস আলী এক জন শিকড় সন্ধানী লেখক গবেষক। তিনি আমাদের সমৃদ্ধ সাহিত্য-সংস্কৃতি প্রবাসে বুকে তোলে ধরতে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন।সোমবার সন্ধ্যায় মোহাম্মদ ইলিয়াস আলীকে নিয়ে ‘ঘাস’ প্রকাশনী আয়োজিত আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মোহাম্মদ ইলিয়াস আলী বেতার এবং টিভির এক জন জনপ্রিয় গীতিকার। তার গানে মাটি ও মানুষের কথা অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে।
‘ঘাস’ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক কবি নাজমুল হক নাজুর পরিচালনায় আড্ডায় অংশগ্রহন করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সাংবাদিক আ ফ ম সাঈদ, কবি আব্দুর রশিদ, প্রবাসী লেখক কাকন ফকির, কবি ফজলুররহমান বাবুল, মাস্টার হেকিম উদ্দিন ও লেখক জাহেদ আলী।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক, গবেষক ও গীতিকার মোহাম্মদ ইলিয়াস আলী বলেন, নিজের বিবেক এবং দায়বদ্ধতা থেকে তিনি সাহিত্য এবং সংস্কৃতি চর্চা করে যাচ্ছেন।তিনি ঘাস প্রকাশনীকে এধরনের একটি চমৎকার আড্ডার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।