নবীগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

দৈনিক সিলেট ডট কম
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ-কাজিরবাজার সড়কের জন্তরি নামক স্থানে রাস্তা পারাপারকালে মোটর সাইকেল দুর্ঘটনায় মুড়াই মিয়া (৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে দূর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তি উপজেলার করগাঁও ইউনিয়নের মিলিক গ্রামের বাসিন্দা। আহত ব্যাক্তি মোটর বাইক চালক মো. তালহা (২৬) ।
জানা যায়, নবীগঞ্জ-কাজিরবাজার সড়কের জন্তরি নামক স্থানে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় রাস্তা পারাপার করতে গিয়ে বৃদ্ধ পথচারী মুড়াই মিয়া দুর্ঘটনার শিকার হন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধার দিকে তিনি মারা যান।