মোল্লারগাও ইউনিয়নে ভিজিএফ কর্মসুচীর উদ্ধোধন
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৭, ৫:০৬ অপরাহ্ণ
দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নে সরকার ঘোষিত বিশেষ ভিজিএফ কর্মসুচী গতকাল বুধবার উদ্ধোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আমির হোসেন এ কর্মসুচীর উদ্ধোধন করেন।
মোল্লারগাও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো: মকন মিয়ার সভাপতিত্বে ও সচিব মো: আব্দল করিমের পরিচালনায় অনুষ্টিত ভিজিএফ বিতরন কর্মসুচীতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ মোস্তফা, পিআইও সফিক আহমদ,জেলা নির্বাচন কর্মকর্তা প্রমুখ।
উল্লেখ্য, বিশেষ ভিজিএফ কর্মসুচীর আওতায় মোল্লারগাও ইউনিয়নে দু:স্থ ২৫০টি পরিবারের মধ্যে ৩৮ কেজি করে চাউল ও নগদ ৫’শত টাকা হিসাবে বিতরন করা হয়। বিজ্ঞপ্তি