চৌদ্দ বছর পেরিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৭, ৫:৩৮ অপরাহ্ণ
গৌরবের পথচলায় ১৪ বছর পেরিয়ে পনেরো বছরে পা রেখেছে সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বুধবার (৩ মে) দুপুরে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে কেক কেটে দিনটি উদযাপন করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এসময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, সহকারি প্রক্টর অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান জামাল উদ্দিন, শিক্ষার্থী সাকী শাহ, মাহি তালুকদার, শোয়েব, শাহরিয়ার প্রমুখ।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০০৩ সালের ৩ মে প্রতিষ্ঠিত হয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর নেতৃত্বে একঝাঁক শিক্ষানুরাগীর ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে চলেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বর্তমানে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী নিয়ে পথ চলা মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয় গত ২০ এপ্রিল। সিলেট সদর উপজেলার বটেশ্বরে বিশ্বমানের সকল সুযোগ-সুবিধা নিয়ে দ্রুতগতিতে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ চলছে। তবে বর্তমান অস্থায়ী ক্যাম্পাসেও শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ-সুবিধা রয়েছে। উন্নতমানের ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, শিক্ষা সহায়ক কার্যক্রমসহ নানা ব্যতিক্রমী আয়োজনের সম্মিলনে পথ চলছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।