‘ছড়ার রাজধানী হলো আধ্যাত্মিক নগরী সিলেট’

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:বরেন্য ছড়াকার আবু সালেহ বলেছেন, একসময়ে এদেশের মানুষের অবস্থা ছিলো খুবই করুণ। তখন অসহায় মানুষদের মনের কথাকে ছড়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমার চেষ্টার সামান্যতম উপকার হয়তো তারা পেয়েছে। আমার মতে ছড়ার রাজধানী হলো আধ্যাত্মিক নগরী সিলেট। এর পরের স্থান হলো চট্টগ্রাম। আশির দশকে এক জরিপে সাড়ে ৮হাজার ছড়াকার ছিলো বাংলাদেশে। এর মধ্যে সর্বোচ্চ স্থান ছিলো সিলেটের ছড়াকারদের। এখন যেসব প্রবীণ ছড়াকারগণ নেই, তাদের শুন্যতা পূরণ করতে সিলেটের বর্তমান ছড়াকাররা কাজ করে যাচ্ছেন।
দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৯৫২ তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাঙালি জাতি গর্বিত জাতি। গর্বিত জাতি হওয়ার পরও আমাদের সমস্যার অন্ত নেই। ছড়ার কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রতিটা শব্দের অনেক তাৎপর্য রয়েছে। অন্তমিল ছাড়া ছড়া হতে পারেনা। ছড়া হচ্ছে মিছিলের স্লোগান। মিছিলকে স্লোগানে প্রাণবন্ত করতে ছড়ার কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপির সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন কার্যকরী পরিষদের সহসভাপতি লেঃ কর্ণেল সৈয়দ আলী আহমদ (অব:), সংসদের কার্যকরী পরিষদের সদস্য মুহিত চৌধুরী ও কবি মামুন সুলতান।
সাহিত্য আসরে আলোচনায় অংশ নেন- সংসদের সহসভাপতি ও গল্পকার সেলিম আউয়াল, কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এডভোকেট, সৈয়দ মোহাম্মদ তাহের ও এখলাছুর রাহমান।
লেখাপাঠে অংশ নেন- ঔপন্যাসিক সিরাজুল হক, নিলুপা ইসলাম নীলু, ধ্রুব গৌতম, চন্দ্র শেখর দেব, আলেয়া রহমান, মাসুদা সিদ্দিকা রুহী, মো: মনজুর আলম, আমিনা শহীদ চৌধুরী মান্না, সরওয়ার ফারুকী, কামরুল আলম, সৈয়দ মুক্তদা হামিদ, মিনহাজ ফয়সল, মাহমুদ পারভেজ, আকরাম সাবিত, চৌধুরী রাহাত, সোহেল আহমদ, শিশির মনির, মুহিবা ইসলাম মৌরি।
উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য শফিকুর রহমান চৌধুরী, কামাল আহমদ, গাজী সাদিকুল হক, বাশিরুল আমিন, কয়েছ আহমদ সাগর, জাহাঙ্গীর হোসাইন চৌধুরী, মামুন হোসেন বিলাল, হিমেল মাহমুদ, মো. জাহিদ হাসান, মো: সারেক আহমদ চৌধুরী, হুসাইন মুহাম্মদ ফাহিম, সরফরাজ জাকি, ফুজাইন আহমদ কয়েছ, শাহিদুর রহমান, আব্দুল বাছিত, ফাহমিদুল আলম সাকিব, আখলাক হোসাইন, মোঃ রফিকুল ইসলাম, মুয়াজ বিন এনাম, শাহ সরোয়ার আলী, আবুল হাসনাত, রেজাউল হক, আশিক আহমদ, আলাল আহমদ, ছালেয়া খানম, নাঈমা শওকত সেতু, নাহি আল হাসান, কয়েছ আহমদ সাগর, পারভেজ শেখ, মাহমুদুল হাসান, মাহবুব আলম, ইমরান ইমন, অনিশ দত্ত বিশাল, আহমাদ সালেহ, নুরুল গণি প্রমুখ। উপস্থাপনা করেন রাফিদ চৌধুরী ও গল্পকার তাসলিমা খানম বীথি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদ সিকদার।