শ্রীমঙ্গল থেকে ৪ প্রতারক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৭, ১:১৩ পূর্বাহ্ণ
হৃদয় দাশ শুভ: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে চার প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
সোমবার (২মে) রাতে ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নরসন্দি জেলার শিবপুর এলাকার সঞ্জম কুমার দাস এর ছেলে সত্য রঞ্চন দাস (৪০,শ্রীমঙ্গল উপজেলার জামসী এলাকার মৃত অনিল চন্দ্র দাস এর ছেলে অলক দাস (৪০),ঢাকা শরিয়তপুর এলাকার মৃত আলী আহমদ এর ছেলে নাসির উদ্দিন (৪২),মৌলভীবাজার কুদালীছড়া এলাকার সনোয়ার আলী খান এর ছেলে কাবিল মিয়া (৩৩)।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলশের উপপরিদর্শক(এসআই)নিতাই রায় ও (এএসআই) মমিন উল্যাহ ,সংগীয় অফিসার ফোসসহ ভৈরবগঞ্জ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান করে ১টি মেগনেট বলিয়া কথিত মেকিপন্য, নগদ ২লক্ষ ৫০ হাজার টাকা ও প্রতারনা কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার সহ চার জনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় প্রতারনা মামলা দায়ের করা হয়েছে।