কুলাউড়ায় এক রাতে দু’টি ঘরে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৭, ৬:৪৮ অপরাহ্ণ
মৌলভীবাজার সংবাদদাতা: জেলার কুলাউড়ায় এক রাতে দু’টি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ১৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, প্রায় দেড় লক্ষাধিক নগদ টাকাসহ মুল্যবান মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায় ডাকাত দল।
বৃহস্পতিবার (৪ মে) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের পিডিবি’র অবসরপ্রাপ্ত ইঞ্ছিনিয়ার মো. আব্দুছ সালাম ও আব্দুল মুনিমের বাড়ীতে এ ডাকাতি সংঘটিত হয়।
জানা যায়, মধ্যরাতে একদল ডাকাত আব্দুল মুনিমের বসতঘরের দরজা বাইরে থেকে খুলে ভেতরে প্রবেশ করে ঘরের লোকজনদের বেধে বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের লোকদের জিম্মি করে লুটপাট চালায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা (পিপিএম) বলেন- রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পুলিশ তৎপর রয়েছে।