সিলেটে আন্তর্জাতিক মিডওয়াইফারী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৭, ৭:২৪ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: সিলেটে আন্তর্জাতিক মিডওয়াইফারী দিবস ৫ মে ২০১৭ইং পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার শহরতলীর খাদিমনগরস্থ এফআইভিডিবি কমপ্লেক্স মিলনায়াতনে আলোচনা সভা ও চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি এলাকা প্রদক্ষিণ শেষে এফআইভিডিবি কমপ্লেক্স মিলনায়াতনে আলোচনা সভায় মিলিত হয়। ব্রাক ইউনির্ভাসিটি ও এফআইভিডিবি’র যৌথ উদ্যোগে ডিএফআইডি’র অর্থঅয়নে আয়োজিত আলোচনা সভায় এফআইভিডিবি’র প্রজেক্ট ম্যানেজার এ টি এম জান্নাতুন নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আহমদ।
এসময় তিনি বলেন- ধাত্রী সমাজের পেশাগত উন্নয়নে নিরাপদ প্রসব কার্য সম্পাদন ত্বরান্বিত করতে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধনের পরও বিশ্বব্যাপী সন্তান প্রসবে ধাত্রীদেও ভূমিকা অত্যান্ত গুরুত্ব পূর্ণ। তিনি আরো বলেন- বাংলাদেশে এখনো ১৮ থেকে ২১ শতাংশ গর্ভবতী মায়েদের সন্তান প্রসব হয় ধাত্রীদের হাতে। গ্রামীণ অঞ্চলে তাদেরকে ‘দাই’ বলা হয়। এসব ধাত্রীর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের চেয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পরিচর্যাই মূখ্য হয়ে থাকে। সেবাই ধর্ম চিকিৎসকদের সেবায় মনোভাব নিয়ে কাজ করতে হবে। হাসপাতাল-ক্লিনিকের পাশাপাশি ধাত্রীর প্রয়োজনে সেবিকাদের প্রশিক্ষণের মাধ্যমে সরকার মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার জন্য নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। এই কার্যক্রমে সরকারকে সহযোগিতা করতে চায় বাংলাদেশ ব্রাক ইউনির্ভাসিটি ও এফআইভিডিবি। কিনি বলেন- মা ও নবজাতকের প্রতি আমাদের বেশি লক্ষ্য রাখা প্রয়োজন। সুস্থ্য মা ও সুস্থ্য সন্তানের জন্ম হয় এই প্রয়াসে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এ আয়োজন।
আলোচনা সভায় মাল্টিমিডিয়া ভিত্তিক মিডওয়াইফারী প্রেজেন্টেশন উপস্থাপন করেন- রেজওয়ানা আক্তার রনি আক্তার। গ্রেজুয়েট মিডওয়াইফারীদের মধ্যে এফআইভিডিবি’র ১ম ব্যাচের ছাত্রী সুহেদা বেগম অনুভূতি প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন-এফআইভিডিবি’র মিডওয়াইফারী ট্রেনিং সেন্টারের শিক্ষিকা ইন্সট্রাক্টর সুজাতা দাস, ফ্যাকাল্টি মোছা. তাহমিনা খাতুন, সুমাইয়া আক্তার, পিংুক রাণী সিল, জুনিয়র ফ্যাকাল্টি শামসুন্নাহার আক্তার, নাফিজা আক্তার, রিমা বেগম এবং স্বপ্না খাতনি। আলোচনা সভা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।