বলিউডে গিভ অ্যান্ড টেক ছাড়া কিছু হয় না: ক্যাটরিনা
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক:অনেকদিন পর ইনস্টাগ্রামে নিজের তোয়ালে জড়ানো ছবি দিয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার তিনি আরেক মন্তব্য করে এখন রয়েছেন আলোচনার তুঙ্গে।
একটি চ্যানেলকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, আমি ভাবতাম হয়তো বলিউড কিছুটা ভিন্ন। কিন্তু এখানে আসার পর থেকেই মনে হয়েছে এখানে গিভ অ্যান্ড টেক ছাড়া কিছু হয় না। যে কোনো কিছুরই আদান প্রদান করতে হয়। না হলে টিকে থাকা যায় না। এরকম বহু প্রস্তাব আমার কাছেও এসেছে। কিন্তু আমি পা বাড়াইনি। দেখি কতদিন টিকে থাকতে পারি। সেটা দর্শকদের উপরই নির্ভর করবে।
এমন মন্তব্যে পুরো বলিউডবাসী হতবাক হয়েছে। আবার কেউ কেউ বলছেন, আলোচনায় আসার জন্যই এমন মন্তব্য করেছেন ক্যাটরিনা।