মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্কিল ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০১৭, ৭:৩৬ অপরাহ্ণ
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্কিল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবি বাংলাদেশ ইয়ুথ ফেস্ট-এর উদ্যোগে শনিবার (৬ মে) বিকেলে ইউনিভার্সিটির প্রফেসর এম হাবিবুর রহমান হলে এ স্কিল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ইয়ুথ ফেস্টে প্রধান রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ওয়ান নাইন্টি সেভেন কমিউনিকেশন্স লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শাহানা শারমীন।
ওয়ার্কশপে মেট্রোপলিট ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শাহানা শারমীন ‘ডিজাইন থিংকিং’-এর বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
এসময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক দেবাশীষ রায়, সিনিয়র লেকচারার জিয়াউর রহমান টিটু, এমবিএ কোঅর্ডিনেটর মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।