হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২৫
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৭, ৮:০৮ পূর্বাহ্ণ
জাহেদ আলী মামুন: হবিগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় কাঞ্চন রবিদাস (২৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। এছাড়াও ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঞ্চন রবিদাস চুনারুঘাট উপজেলার লাল চান চা বাগান এলাকার লক্ষিন্দর রবি দাসের পুত্র। শনিবার দুপুরে এ পৃথক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার লাল চান চা বাগান এলাকায় চা পাতা ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই কাঞ্চন রবি দাস নামে এক ট্রাক হেলপার নিহত হয়। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
অপরদিকে, শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বাস শহরতলীর ধুলিয়াখাল এলাকায় পৌছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে উল্টে যায়। এতে ২৫ জন আহত হয়। আহত গুরুতর আহত অবস্থায় শহীদ মিয়া (৫০), শামীম মিয়া (১৮), শফিক মিয়া (৩৫), লাকী আক্তার (১৬), সালমান মিয়া (২৫), রহিমা বেগম (৩০), রাজিব মিয়া (৪০), লাল বানু (৪০), ফুলমতি বেগম (৩৫) ও শাকিব মিয়া (১০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসাদেওয়া হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।