সিলেটকে দেশের প্রথম ডিজাটাল নগরী অনুমোদন করায় ড. মোমেন কে সংবর্ধনা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: দীর্ঘ দির পর সিলেট বাসীর স্বপ্ন পুরন হতে যাচ্ছে। দেশের প্রথম সিলেট নগরীকে ডিজিটাল নগরী ঘোষনা করায় ,সিলেটের কৃতি সন্তান জাতিসংঘের বাংলপাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ডা. এ.কে আব্দুল মোমেন কে, রোববার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে, সংবর্ধিত আতিথির বক্তব্যে ড. মোমেন, রাষ্ঠ্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সফল অর্থমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটেরে বিভিন্ন উন্নয়নের কর্মকান্ডের অনুমোদন ও বাস্তবায়ন করে যাচ্ছেন।
এসময় উপস্তিত ছিলেন, আনিছউজ্জান আনিছ, বেলাল খান, আনিছুর রহমান তিতাস, লাহিন আহমদ, হোসেন আহমদ বাবু, সাজু ইবনে হান্নান খান, কলিন্স সিংহ, ইকবাল হোসেন, রিমাদ আহমদ রুবেল, আব্দুর রব সায়েম, গুলজার আহমদ জগলু, দেলোয়ার হোসেন দিলাল, আফজল হোসেন, এড. কাসেম, এমদাদ হোসেন ইমু, এড. আকবর, সাকারিয়া হোসেন সাকির, ওমর ফারুক, জাকির হোসেন, ইয়াসিন আহমদ, আব্দুর রহমান সুমেল,রুম্মান আহমদ মুন্না, আবির হাসান, ইসলাম উদ্দিন, রুপম আহমদ, কাওছার আহমদ শিপলু, তুহিন আহমদ, বিজয় চক্রবর্তী, বাপ্পী দাস, রুহুল আমিন, জুয়েল আহমদ, আব্বাস আহমদ, রেজা হাসান, মির্জা মারুফ, জামিল আহমদ, সামিনুর রহমান, জসিম আহমদ, আজহার আহমদ সিজিল, সুহেল আহমদ, সামাদ আহমদ, শাহ রাহাত, রাসেল আহমদ, সেলিম আহমদ, খালেদ মাখমুদ লিটন, আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাংগঠনিক সাব্বির আহমদ শাকিল, অমিত জিৎ, হাসান জাকির, শাহরিয়ার আহমদ, রুকন উদ্দিন, নুরুল ইসলাম, দেবাশীষ দেব, জারিয়ান আহমদ মুন্না, সিদ্দিকুর রহমান সোহাগ, রনি আহমদ প্রমুখ।