সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বাংলাদেশ ব্যাংক ক্লাবের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৭, ৬:২৯ অপরাহ্ণ
দৈনিকসিলেটডটকম: বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক মো: সিরাজুল ইসলাম বলেছেন সরকারের পাশাপাশি অকাল অতি বর্ষনে ফসলহারা কৃষকদের পাশে দাড়ানো আজ আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি বলেন আমাদের সকলের সামান্য ত্যাগই এসব ভাগ্যবিড়ম্বিত লোকদের নতুন জীবনের স্বপ্ন দেখাতে পারে। তিনি সুনামগঞ্জসহ সিলেট বিভাগের সকল দুর্গত হাওরবাসীর এ দু:সময়ে পাশে গিয়ে দাড়াতে ব্যাংকারদের প্রতি আহবান জানান। বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট এর উদ্যোগে ও সকল সংগঠনের সহযোগীতায় গতকাল (শনিবার) অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গত হাওরবাসী মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে তিনি একথা বলেন। বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের আঙ্গারুলি হাওরবেষ্টিত চান্দারগাঁও এবং লখনা গ্রামের ২২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ টাকা প্রদানকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক যুগ্ম পরিচালক জাবেদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর মহাব্যবস্থাপক মো: সাজ্জাদ হোসেন, উপমহাব্যবস্থাপক(প্রশাসন) ছৈয়দ আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশয়ন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ইউ,পি সদস্য জগন্নাথ বিশ্বাস, অশ্বীনি বর্মন, অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি যুগ্ম পরিচালক মতিউর রহমান সরকার, সম্পাদক উপপরিচালক মো: ইকবাল হাসান, যুগ্ম পরিচালক শায়েদ ইকবাল ভূইয়া। ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক সুব্রত তালুকদার,রবিলাল দত্ত,সুভেন্দু কুমার দেব,বিপ্লব চন্দ্র দত্ত, মোহাম্মদ আলী আকতার, মো: আশরাফ উদ্দিন, মো: মিজানুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী ব্যবস্থাপক আসাদুল হাকিম,আল জাহান, দিপংকর রিছিল, সহকারী পরিচালক(প্রকৌ) মো: আতাউজ্জামান, মো: আব্দুর রহমান, মো: আক্কাছ। সুষ্ঠভাবে ত্রাণ বিতরণ কাজ পরিচালনায় সহায়তা করেন বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মল্লিকপুর গ্রামের তরুণ সমাজকর্মী আনোয়ার হোসেন ও রইছুজ্জামান। এর আগে সকালে বাংলাদেশ ব্যাংক ক্লাবের ২০সদস্যের দল ট্রাকযোগে ত্রাণসামগ্রী নিয়ে সিলেট থেকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা অভিমুখে রওয়ানা দেন। পথিমধ্যে তাঁরা বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মল্লিকপুরে আব্দুল মুছব্বিরের বাড়িতে যাত্রাবিরতি করেন এবং সেখান থেকে স্থানীয় লোকদের নিয়ে নৌকাযোগে উপজেলা সদর থেকে প্রায় ৩কিলোমিটার দূরবর্তি আঙ্গারুলি হাওরবেষ্টিত চান্দারগাঁও গ্রামে যান এবং পূর্ব নির্ধারিত ২২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ একশত টাকা করে বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল,২কেজি আটা,২কেজি আলু,১কেজি মশুর ডাল,১কেজি লবন ও ১লিটার সয়াবিন তেল যার মূল্য ছিল প্রায় দুই লক্ষ টাকা।