মানব কল্যাণের ব্রত নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে: ড. ফরাসউদ্দিন
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৭, ৫:২১ অপরাহ্ণ

সভাপতির বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট-এর চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমান বলেন, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন সেই সোনার বাংলা গড়ার জন্য নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরী করতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য সাইফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ. জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারী আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী পরিষদের সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, বাবু গৌতম চক্রবর্তী, সিলেট জেলা পরিষদের সদস্য এ জেড রওশন জেবিন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের প্রথম যুব প্রধান আমিনুল ইসলাম, সাবেক যুবপ্রধান এনামুল হক সোহেল, বর্তমান যুবপ্রধান মিনহাজুল আবেদীন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনির্বাহী পরিষদের সদস্য মন্ট কুমার পাল, তাজ উদ্দিন খান আলম, ডা. আসমা বেগম, নুরুল ইসলাম সোহেল, আব্দুর রব সায়েম, অরুপ সেন বাপ্পি, কিশোর ভট্টাচার্য্য জনি, সাহেদ আহমদ সোমিন, তপন পাল, আনোয়ার আলী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, আন্তর্জাতিক বার্তা সংস্থা সিলেট প্রতিনিধি রাজু আহমদ, ডেইলি স্টার ফটো সাংবাদিক আশরাফুল আলম নাসির, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক ডা. সুধাময় মজুমদার, সহকারী পরিচালক মফিজুুল ইসলাম চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা পার্থ সারথী দাস প্রমুখ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব সদস্য শামীম আহমদ এবং গীতা পাঠ করেন সদস্য জ্যোতিষ চক্রবর্তী।