ফ্রান্সের তুলসে বাংলা নববর্ষ উদযাপন
দৈনিক সিলেট ডট কম
আবুল হোসেন,ফ্রান্স: প্রবাসী তুলসে শহরে বসবাসরত বাঙালিরা পিছিয়ে নেই বাংলা নতুন বর্ষকে বরণে,তাই বাঙালিরা শত কর্মব্যস্ততার মাযে ও নুতন বর্ষকে বরণ করার জন্য স্থানীয় বাংলাদেশ কমিউনিটি অফ তুলুসে কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য পহেলা বৈশাখ মেলার আয়োজন করা হয় |এতে প্রবাসী বাঙালিরা নিজেদের কৃষ্টি সংস্কৃতি পাশ্চাত্যর দেশ ফ্রান্সে তুলে ধরার চেষ্টা করেন উক্ত অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন M jean Moudenc (maire de Toulouse )বিশেষ অতিথি ছিলেন জনাব কাজী এনায়েত উল্লাহ অনুস্টানের সভায় সভাপতিত্ব করেন জনাব ফকরুল আকম সেলিম বর্ষবরণের আলোচনা পর্ব পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ খান.আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি বহির্বিশ্বে তুলে ধরার কথা বলেন অনুস্টানের শুরুতে বাংলা জাতীয় সংগীত পরিবেশন করা হয় এই সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন|অনুস্টান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুস্টানের মধ্যে দিয়ে পহেলা বৈশাখী অনুস্টানের সমাপ্তি করা হয়