নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০১৭, ৭:৪১ অপরাহ্ণ
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ সরকারী কমিশনার( ভূমি) জীতেন্দ্র কুমার নাথ,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর পক্ষে এস আই সুজিত বড়ুয়া,ইউপি চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক ইমদাদুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা,আবু সিদ্দিক,আশিক মিয়া,সাঈমুদ্দিন,মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, নবীগঞ্জ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার,উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান, পল্লী বিদ্যূত এর এজিএম আব্দুল বারি,বিআরডিবি আব্দুল আউয়াল,মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন,প্রমূখ। সভায় শহরের যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় কুশিয়ারা নদীতে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন বিষয়ে আলোচনা হয়।