ওয়াজিদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা শ্রমিকলীগের সভা
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০১৭, ৭:৫৫ অপরাহ্ণ
দৈনিকসিলেডটকম: জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম.এ. ওয়াজিদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ এর সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন ও দোয়ায় অংশগ্রহণ করেন-জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি-আবদুল মতিন ভুইয়া, সহ-সভাপতি-আব্দুল জলিল, সহ-সভাপতি-আব্দুস সাত্তার, সহ-সভাপতি-প্রসুন প্রতীম দে, সহ সভাপতি- সিরাজুল ইসলাম, সহ-সভাপতি-আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি-আজিজুর রহমান, উপদেষ্টা-আওয়াল হোসেন, প্রচার সম্পাদক-আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক-দুলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক-সুশান্ত দেব, শ্রমিক কল্যাণ সম্পাদক-মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক-শাহ আলম ছুরুক, সহ-সম্পাদক-নূর-এ-আলম, সহ-সম্পাদক-সমরেন্দ্র সিংহ, সহ-সম্পাদক-রফিক আহমদ, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোফাক্কারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি মো: রেহান, জেলা সিনিয়র সদস্য বিধু ভূষণ চক্রবর্তী, সিনিয়র সদস্য নাজিম খান, বিআরটিসি কেন্দ্রীয় নেতা আজম খান, বিআরটিসি সিবিএ সভাপতি সমশের আলী, সম্পাদক সোহেল মিয়া, অগ্রণী ব্যাংক সিবিএ সভাপতি বখতিয়ার আহমদ, জনতা ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, বাংলাদেশ ব্যাংক সিবিএ নেতা আজিজুর রহমান, কৃষি ব্যাংক সিবিএ নেতা আছকির আলী, জেলা ট্রাক শ্রমিক লীগের সম্পাদক হামিদ আহমদ, জেলা শ্রমিক লীগ নেতা মো: কামরুজ্জামান, জেলা হকার্স লীগ সাধারণ সম্পাদক রাজ উদ্দিন রাজন, সড়ক ও জনপদ সিবিএ সহ-সভাপতি মো: রুস্তম খান, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন সাধারণ সম্পাদক আজিজুল হক, রূপালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা শ্রমিক লীগ নেতা ফুকন মিয়া, জাহাঙ্গীর আলম, সায়েম আহমদ, আব্দুল মালিক, পাখি মিয়া প্রমুখ।