বিয়ানীবাজার বিএনপি সম্পাদকে গ্রেফতারে জেলা বিএনপির নিন্দা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সিদ্দিক আহমদকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
বুধবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- অবৈধ সরকার অন্যায়ভাবে দেশব্যাপী বিএনপি নেতকার্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে। নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার ও কারাগারে আটকে রেখে অবৈধ সরকারের শেষ রক্ষা হবেনা। অবিলম্বে জননেতা সিদ্দিক আহমদ সহ মিথ্যা মামলায় কারান্তরীন সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দিতে হবে।