বানিয়াচঙ্গে ও নবীগঞ্জে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: বানিয়াচং ও নবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। এতে আরো একজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে ও নবীগঞ্জ উপজেলার রামগঞ্জ গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হল, বানিয়াচং উপজেলার বাঘহাতা গ্রামের মধু মিয়া (৪৫), একই উপজেলার হলদারপুর গ্রামের আনহার আলী (১৮) ও নবীগঞ্জ উপজেলার রামগঞ্জ গ্রামের কিম্মত আলী (৫২)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল ১০টায় ধান কাটার জন্য মধু মিয়া, আনহার আলী, কিম্মত আলী ও ওয়ালিদুর রহমান হাওরে যান। এসময় ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে মধু মিয়া মারা যান। পরে স্থানীয়রা আনহার আলী, কিম্মত আলী ও ওয়ালিদুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনহার আলী ও কিম্মত আলীকে মৃত ঘোষনা করেন। আহত ওয়ালিদুর রহমানকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, কাগাপাশা ইউপি চেয়ারম্যান তাকে জানিয়েছেন বাঘহাতা গ্রামে একজন মারা গেছে বলে নিশ্চিত করেছেন। এছাড়াও হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দেবাশীষ দাশ অপর দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।