মেদিনী মহল গৌরাঙ্গ মহাপ্রভূর আখড়ার মোহন্ত টিকা অনুষ্ঠিত

দৈনিক সিলেট ডট কম
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাসুকগঞ্জ বাজার সংলগ্ন মেদিনী মহল গৌরাঙ্গ মহাপ্রভূর আখড়ার মোহন্ত টিকা অনুষ্ঠান বিকেল ২টায় মেদিনী মহল গৌরাঙ্গ মহাপ্রভূর আখড়া প্রাঙ্গণে গ্রাম বাসীর উদ্যোগে শ্রী মাধব দাস বৈষ্ণবকে ভারতের বৃন্দাবন ও বাংলাদেশের মোহন্ত মহারাজ ও বৈষ্ণব গনের উপস্থিতিতে মোহন্ত টিকা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বৃন্দাবনের শ্রী মোহন্ত রামরায় দাসজি মহারাজ, বাংলাদেশের আনন্দ প্রিয়া ভান্ডারী, শ্যামলী ভান্ডারী, নৃত্যনন্দ দাস মোহন্ত, অনন্ত মোহন্ত, অরুন মোহন্ত, হরিদাস মোহন্ত, প্রাণ গোবিন্দ মোহন্ত, ঘোপিকা চরণ মোহন্ত, প্রল্লাদ মোহন্ত সহ গ্রামবাসী ও সাধু গুরু বৈষ্ণব বৃন্দ উপস্থিত ছিলেন।