সিলেট মহানগর জামায়াতের মিছিল
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৭, ৭:১৫ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, বিশ্ব বরন্যে আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক সফল সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি আবারও বিচারের নামে অবিচার করা হলো। রিভিউ আপীল খারিজ ও পুর্বের দেয়া ন্যায়ভ্রষ্ট আমৃত্যু কারাদন্ডের রায় বহালে জাতি হতাশ হয়েছে। কোন অপরাধ নয় ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধেই আল্লামা সাঈদীকে সষড়যন্ত্রমুলক মামলায় সাজা দেয়া হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে আল্লামা সাঈদীর উপর এত জুলুম নিপীড়ন চালানো হচ্ছে। সকল প্রকার ষড়যন্ত্র পরিহার করে কুরআনের পাখি আল্লামা সাঈদীকে কুরআনের ময়দানে ফিরিয়ে দিন।
সোমবার কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ আপীল খারিজ করে আমৃত্যু কারাদন্ডের রায় বহাল রাখার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীর বন্দরবাজার এলাকায় তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, মাওলানা মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী মো: নজরুল ইসলাম প্রমুখ।