কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৭, ৭:৪১ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। হাসপাতালের বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনা রোগীদের হয়রানী স্টাফ নার্স চিকিৎসক ও কর্তৃপক্ষের গাফলতির কারনে হাসপাতাল বেহাল দশায় পরিনত হয়েছে। কর্তৃপক্ষের অবহেলা আর অনিয়ম গাফলতির কারনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের হয়রানীর যেন শেষ নেই। সামন্য পেটে ব্যাথা দেখা দিলে মিলেনা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা।
সোমবার সরজমিনে দেখা যায় হাসপাতালের পুরুষ ও মহিলা ওর্য়াডে প্রচুর সিট খালি থাকলেও রোগীর সংখ্যা হাতে গণা কয়েক জন। এর কারন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন রোগী জানান সামন্য তম জ্বরকাশির জন্য হাসপাতালে আসলে ডাক্তার নেই অজুহাত দেখিয়ে সিলেটে যাওয়ার পরার্মশ দেয় তারা। এদিকে হাসপাতালের নোংরা পরিবেশে সুস্থ লোকজন আসলে যেন অসুস্থ হয়ে পড়েন। এ বিষয়ে গত দু সপ্তাহ পুর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম হাসপাতাল পরিদর্শন করে কর্তৃপক্ষকে ভৎসনাও করেছেন। গতকাল সিভিল সার্জন কানাইঘাটে আসবেন এমন খবরে হাসপাতাল পরিষ্কারের জন্য শুরু হয় দৌড়ঝাপ। অবশেষে তিনি না আসলেও যেন ভিতরের কিছুটা হয়েছে পরিষ্কার, তবে মশা-মাছির ঝোপঝাড় দাড়িয়ে আছে আগের মতই। এমতাবস্থায় রোগীদের র্দুভোগের যেন শেষ নেই। প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন প্রায় শতাধিক মহিলা হাসপাতালে আসলে ডাক্তারদের সাথে দেখা করা মুশকিল হয়ে পড়ে। মাঝে মধ্যে ডাক্তার আবুল হারিছের সাথে ১২নম্বর কক্ষে মহিলা ডাক্তারকে ডিউটি করতে দেখা যায়। এতে করে মহিলা রোগীরা তাদের সমস্যার কথা বলতে বিব্রতবোধ করেন বলে আগত অনেক মহিলা রোগী জানিয়েছেন। এসময় মেডিকেল অফিসারের কক্ষটি তালা বদ্ধ পাওয়া যায়। হাসপাতালে ৫জন এবং ইউপি পর্যায়ে ২জন এই ৭জন ডাক্তার থাকার পরও প্রতিদিন হাসপাতালের বর্হি বিভাগ, জরুরী বিভাগ, আর্šÍঃ বিভাগে ১জন সর্বোচ্চ ২জন ডাক্তার থাকলেও বাকিরা কি করেন এমন প্রশ্ন সচেতন মহলের। বিশেষ করে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সরকার ইলেট্রনিক্স হাজিরা পদ্ধদি চালু করেছে। কিন্তু তারা হাসপাতালে ডিউটি না করে কি ভাবে হাজিরা দেখান তা বোধগম্য নহে। গত ১১ মে থেকে অদ্যবদি পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কর্মর্কতা সাঈদ এনাম অনুপস্থিত রয়েছেন। মুলত স্বাস্থ্য কর্মকর্তার উদাসীনতার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের এই বেহাল অবস্থা বলে জানিয়েছেন এলাকাবাসী।