দক্ষিণ সুনামগঞ্জে গো-খাদ্য বিতরণ

দৈনিক সিলেট ডট কম
কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ গবাদিপশুর জন্য সরকারের প্রাণী স¤পাদ মন্ত্রনালয়ের আওতায়, উপজেলা প্রাণী স¤পদ দপ্তরের আয়োজনে, গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে, গো-খাদ্য বিতরণ করেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির, জেলা প্রাণী স¤পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রাণী স¤পদ কর্মকর্তা ডা. মানসুরুল হক, উপজেলা বিএফএ অসিৎ মাধব ভট্টাচার্য, এ আই টেকনিশিয়ান বিশ্বজিৎ দাস, উপজেলা পরিষদের সিএ আব্দুল হাই আজাদ সেলিম সহ প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন একালাকার ৬৫ জন ক্ষতিগ্রস্থ কৃষদের প্রতি জনে ২৫ কেজি করে ৬৫ ব্যাগ গো-খাদ্য বিতরণ করা হয়।