আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৭, ৮:৫৯ পূর্বাহ্ণ
রায়হান আহমেদ মুন্না:বানিয়াচঙ্গে শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেট ও ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার বাগজুর গ্রামের লকুজ মিয়ার ছেলে আরিফ (১৪) ও কদ্দুছ মিয়ার ছেলে রাজিব (১৪) একই গ্রামের আব্দুর রশিদের গাছ থেকে আম পাড়ছিল। এসময় আব্দুর রশিদের ছেলে আল আমিনের সাথে তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে ওই গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে টেটা, ফিকল, রামদাসহ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনার সাথে জড়িত দাঙ্গাবাজদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।