হবিগঞ্জের খোয়াই নদী ও শিল্পবর্জ্যে পরিবেশ দুষণ বিষয়ক মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৭, ৪:৫৩ অপরাহ্ণ
হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ জেলার সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ বলেছেন, শিল্পকারখানা গুলোর উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসীর যেমন দায়িত্ব রয়েছে, তেমনি যথাযথ শিল্পোদ্যেক্তা হিসেবে শিল্প কারখানার মাধ্যমে এ অঞ্চলের মাটি, পানি, বায়ু ও শব্দ দুষণ থেকে বিরত থাকতে শিল্প প্রতিষ্ঠানসমুহের দায়িত্ব রয়েছে। হবিগঞ্জের পরিবেশ রক্ষার্থে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতা ও জনসাধারণের অসচেতনার শিল্পবর্জের কারণে খোয়াই নদীটি দুষণের শিকার হয়ে হবিগঞ্জের পরিবেশ ও নদী নির্ভর জীবন যাত্রাকে বিপন্ন করে তুলেছে।
সিলেটস্থ হবিগঞ্জ সমিতি আয়োজিত গত ১৯শে মে শুক্রবার সন্ধায় নগরীর মজুমদারীস্থ এসিসিসিএল বিমান অফিস মিলনায়তনে হবিগঞ্জের খোয়াই নদী ও শিল্পবর্জ্যে পরিবেশ দুষণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির সভাপতি আবু মোহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মারুফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শওকত হাসান রিপন। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সমিতির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অনুপ কান্তি দাশ, নারী নেত্রী ইন্দ্রানী সেন ও পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দরা। হবিগঞ্জের খোয়াই নদী ও শিল্পবর্জ্যে পরিবেশ দুষণ বিষয়ের উপর ধারনা পত্র পেশ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন। আরো উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক স্বপন কুমার রায়, সহ-সাংঠনিক সম্পাদক গাজী আব্দুল মাহবুদ মমশাদ, হোসাইন আহমদ, আব্দুল হান্নান, আব্দুল আউয়াল প্রমুখ। বিজ্ঞপ্তি