নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত যুবদল নেতা সোহেল
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৭, ৫:৪৮ অপরাহ্ণ
সিলেট জেলা যুবদলের অন্যতম নেতা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আগামীদিনে সিলেট জেলা যুবদলের কা-ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রাণ পুরুষ মোঃ সোনাহর আলী সোহেল এর বাসভবনে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ২০ মে প্রথম প্রহরে কেক কেটে নেতাকর্মীরা তার জন্মদিন উদযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান আকদ্দস খান, শেখ শোয়েদ আহমদ গঙ্গা, দেওয়ান নিজাম খান, গুলজার আহমদ, ইমরানুল ইসলাম জাসিম, মাজেদ আহমদ সানি, ফজলু মিয়া, মামুন আহমদ, রাসেল আহমদ, কুটন আহমদ, লিটন খান, নুরুল ইসলাম রুহেল, শামীম আহমদ, এম শাহেল আলম, আজমল আলী, জুমেল আহমদ, মোস্তক আহমদ, আব্দুল রাজ্জাক সুজন, রাসেল আহমদ, সেলিম আহমদ, জুবেল আহমদ, সাদিকুর রহমান লিপন, জাবেদ আহমদ, নাসিম আহমদ, এমদাদ হোসেন, রাসেল আলী, সেবুল আহমদ, মোহনুর রহমান, সালেক আহমদ, সামাদ আহমদ, জাফর আহমদ, দেওয়ান শাওন খান, দেওয়ান টিপু খান, নয়ন আহমদ, ইমরান আহমদ, আনছার আহমদ, আহসানুল হক হাবিব, সাজেল আহমদ, সাজেল আলী, রুহেল, নবেল, সজিব আহমদ বিজয়, আব্দুল জব্বার বাবুল, হানিফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি