বিএনপি কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৭, ৬:২৩ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশী ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখা। রোববার সকালে সিলেট আদলত প্রাঙ্গণে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান শাবুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এডভোকেট নুরুল হক, এডভোকেট আব্দুল গাফফার, এডভোকেট নোমান আহমদ, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, এডভোকেট এ.টি.এম ফয়েজ, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট জুবের আহমদ খান, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, এডভোকেট মহসিন আহমদ, এডভোকেট আবুল ফজল, এডভোকেট আতিকুর রহমান, এডভোকেট হাসান আহমদ পাঠোয়ারী, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, এডভোকেট সৈয়দ খালেদ হোসেন, এডভোকেট আব্দুল ফাত্তাহ তুহেল, এডভোকেট রফিকুল ইসলাম সবুজ, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট জমির উদ্দিন, এডভোকেট অব্দুল্লাহ আল মামুন হীরা, এডভোকেট মোবারক হোসেন রনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গুম, হত্যা, জেল-জুলুম, নির্যাতন-নিপীড়ন চালিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। তাই হীন উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হয়রানীমূলক পুলিশী তল্লামী চালিয়ে বাকশালী সরকার কায়েম করতে চায়। জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকারের হীন প্রচেষ্ঠা রুখে দিবে জাতীয়তাবাদী শক্তি।