শাবিতে তিন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৭, ৬:৪৪ অপরাহ্ণ
শাবি সংবাদদাতা: কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপ্রদক প্রদান করা হয়েছে।
রোববার সকাল ১১টায় এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এর গ্যালারিতে এ পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
পদকপ্রাপ্তরা হলেন, মো: সাদিকুর রহমান (বিএসসিতে ১ম), ফেরদৌস আরা বেগম(এমএস থিসিস ১ম) এবং সুস্মিতা পুরকায়স্থ(এমএস জেনারেল-১ম)।
গণিত বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আহমেদ কবির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এএফ রহমান ফাউন্ডেশনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও গণিতের কাজে তারা এগিয়ে আসবেন, এমন আশা প্রকাশ করেন তিনি।’