মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আইকিউএসি’র কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর যাত্রা শুরু হয়েছে। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে আইকিউএসি’র যাত্রা শুরু উপলক্ষে রবিবার দুপুরে ইউনিভার্সিটির প্রফেসর এম হাবিবুর রহমান হলে কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন আহমদ। মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক রমা ইসলামের সঞ্চালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী, রেজিস্ট্রার ফজলুর রব তানভীর, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
কর্মশালার উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী বলেন, ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর কার্যক্রমের চতুর্থ পর্যায়ে ঢাকার বাইরে একমাত্র মেট্রোপলিটন ইউনিভার্সিটি সুযোগ পেয়েছে। সবার আগে এ বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র কার্যক্রমও শুরু করেছে। আইকিউএসি’র লক্ষ্য হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। এর মাধ্যমে আমরা এমন গ্র্যাজুয়েট তৈরী করবো, যাতে তারা সবক্ষেত্রে প্রয়োজন মেটাতে পারে। যেসব বিশ্ববিদ্যালয় এখনও শর্ত পূরণ করতে পারেনি, সেসব বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র কার্যক্রম নেই।’
কর্মশালায় অন্যান্যদের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, আইন অনুষদের ডিন ড. এম রবিউল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, সহকারি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরীসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মশালার দ্বিতীয় পর্বে আইকিউএসি’র বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী।